নিজস্ব প্রতিবেদক,সাতক্ষীরা
সাতক্ষীরা ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ, শাড়ি এবং যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২০ জানুয়ারি) দিনব্যাপী এসব অভিযান পরিচালিত হয়। বিজিবির দাবি, জব্দকৃত এসব চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারম‚ল্য ১১ লাখ ২৫ হাজার টাকা। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) স‚ত্রে জানা গেছে, তাদের অধীনস্থ পদ্মশাখরা, কাকডাঙ্গা, মাদরা, গাজীপুর এবং চান্দুরিয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ১০০ পিস ক্যাটাগ্রা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের ভারতীয় ঔষধ ও শাড়ি উদ্ধার করেন বিজিবি সদস্যরা। বিজিবি জানায়, সাতক্ষীরা সদরের জোড়া তালগাছ এলাকা থেকে ৭ লাখ ১৫ হাজার টাকা ম‚ল্যের ভারতীয় ঔষধ ও ক্যাটাগ্রা ট্যাবলেট জব্দ করা হয়েছে। কলারোয়া উপজেলার ভাদিয়ালী এলাকা থেকে মোট ২ লাখ ৮০ হাজার টাকা ম‚ল্যের ভারতীয় শাড়ি ও ঔষধ জব্দ করা হয়। সদরের শ্মশানঘাট ও কলারোয়ার আমবাগান এলাকা থেকে ১ লাখ ৩০ হাজার টাকার ঔষধ উদ্ধার করা হয়েছে। ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত মালামাল শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে বাংলাদেশে আনা হচ্ছিল। এতে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার রাজস্ব হারাচ্ছে। উদ্ধারকৃত এসব পণ্য সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্তে চোরাচালান ও মাদক রোধে বিজিবির এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।













