বাবলু মিয়া
ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৭ পিস ইয়াবাসহ মোঃ ফয়সাল হোসেন নামে এক যুবককে আটক করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানা পুলিশের একটি চৌকস দল পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক বিক্রির প্রস্তুতিকালে ফয়সালকে আটক করা হয়। আটককৃত ফয়সাল কোটচাঁদপুর পোস্ট অফিস মোড় এলাকার বাসিন্দা মুকুলের ছেলে।আটকের সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান,আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।













