বাংলাদেশ || ২৮ জানুয়ারি ২০২৬

যশোরে ৪৫ কেজি গাঁজা উদ্ধার

যশোরে ৪৫ কেজি গাঁজা উদ্ধার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৮:৪৭, ২২ ডিসেম্বর ২০২৫

বাসাবাড়ির মালামাল ভর্তি একটি পিকআপ (ঢাকা মেট্টো ন ১২ ৪৪৮২) তল্লাশি করে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করেছে যশোর ডিবি পুলিশ। ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।আটককৃতরা, কুড়িগ্রামের ভ্রুম্মমারি সীমান্তের আড়িয়ারকুঠি গুছিডাণ্ডা গ্রামের আব্দুল হাই মন্ডলের ছেলে ফরিদুল ইসলাম এবং আরিফ হোসেনের ছেলে দুলাল।ডিবি পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে সংবাদ পেয়ে রোববার (২২ ডিসেম্বর) সকালে যশোর শহরতলীর খয়েরতলা ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনে থেকে বাসাবাড়ির মালামাল ভর্তি মিনি পিকআপটি থামিয়ে তল্লাশি করা হয়। পিকআপের মধ্যে বক্সখাটের মধ্যে লুকিয়ে রাখা একটি বস্তা জব্দ করে বস্তার মধ্যে থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সেখান থেকে দুজনকে আটক করা হয়েছে।অন্যদিকে, পিকআপ চালক জাহিদ হোসেন এবং হেলপার পারভেজ ইসলাম আপেলকে হেফাজতে নেয়া হয়েছে।পুলিশ জানিয়েছে, চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানিয়েছে, “ট্রাক লাগবে” নামক অ্যাপস দিয়ে মালিকের কাছ থেকে পিকআপটি ভাড়া নেয়া হয়। মালিকের কথা মতো পিক-আপে ভ্রুম্মমারি সীমান্তের কাছ থেকে মালামাল লোড করা হয়। ওই ট্রাকে করে এক ব্যক্তি তার বোনের বাড়িতে যশোরে মালামাল নিয়ে যাবে বলে জানায়। সে হিসাবে ওই মালামাল যশোরে নিয়ে আসে।এ বিষয়ে ডিবির দায়িত্বপ্রাপ্ত ওসি আবু হাসান জানিয়েছেন, এই ঘটনার সাথে চালক ও হেলপার জড়িত না। তাদের সাথে যে দুজন ছিলো তারাই জড়িত। তাদের আটক করা হয়েছে। গাঁজার এই চালানের সাথে আরো তিনজনের নাম পাওয়া গেছে। তাদেরকেও আসামি করা হবে।