যশোর অফিস
বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমানের যশোরে নির্বাচনী জনসভায় আগমন উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে জামায়াতে ইসলামী যশোর জেলা শাখা।সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল।এতে উপস্থিত ছিলেন যশোর-৩ আসনের জামায়াত সংসদ সদস্য প্রার্থী ভিপি আব্দুল কাদের,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি বেলাল হুসাইন, গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম,প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, অফিস সেক্রেটারি নূরে আলী নূর মামুন,যশোর জেলা জামায়াতের সাংগঠনিক পেশাজীবী থানার সেক্রেটারি আবু ফয়সাল, সদর উপজেলা জামায়াতের আমির আশরাফ হোসেন, শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা ইসমাইল ও সহকারী সেক্রেটারি মনিরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ জানান, দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের অধিকার, সুশাসন, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ২৭ জানুয়ারি যশোরে এই নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে। এ জনসভায় যশোরসহ আশপাশের জেলার বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।নেতৃবৃন্দ আরও জানান, জনসভা সফল করতে সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনের সহযোগিতা কামনা করা হচ্ছে।এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, যশোর জেলা প্রশাসন সুষ্ঠু নির্বাচন পরিচালনায় আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও অস্ত্রধারী চাঁদাবাজ-সন্ত্রাসীদের গ্রেপ্তারে কার্যকর ভূমিকা রাখতে পারেনি প্রশাসন, যার ফলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে জনমনে শঙ্কা সৃষ্টি হয়েছে।এছাড়া বক্তারা দাবি করেন, তাদের মহিলা নেতাকর্মীরা নির্বাচনী প্রচারে গেলে একটি দলের লোকজন বাধা দিচ্ছে। বিশেষ করে হায়মুদপুর ও তালবাড়িয়া এলাকায় এ ধরনের ঘটনার কথা সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।











