বাংলাদেশ || ২৮ জানুয়ারি ২০২৬

ফারাজীর পক্ষে খাজুরা বাজারে ধানের শীষের প্রচার মিছিল

ফারাজীর পক্ষে খাজুরা বাজারে ধানের শীষের প্রচার মিছিল

প্রতিদিনের কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১:১০, ২৫ জানুয়ারি ২০২৬

ইমাম হোসেন,বাঘারপাড়া

যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী মতিয়ার রহমান ফারাজীর পক্ষে খাজুরা বাজারে ধানের শীষের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।রোববার বিকেলে বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়ন বিএনপির ব্যানারে এ প্রচার মিছিল আয়োজন করা হয়। মিছিলে নেতৃত্ব দেন বন্দবিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান ও সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন ভূট্টো।খাজুরা ইসলামিয়া ফাজিল (স্নাতক) মাদরাসা মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি খাজুরা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রিজঘাট এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং সাধারণ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সদস্য অ্যাডভোকেট শিহাবুর রহমান, বাঘারপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল বিশ্বাস, বাঘারপাড়া পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল আলিম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ আলম টিপু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম আকতার, জেলা যুবদলের সহসভাপতি মেফতাউদ্দীন শিকদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী। মিছিল শেষে সন্ধ্যায় খাজুরা বাজারে ব্যবসায়ী, ক্রেতা, পথচারী ও যানবাহনের চালকদের মাঝে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করা হয় এবং আসন্ন নির্বাচনে ভোট প্রদানের আহ্বান জানানো হয়।