বাংলাদেশ || ২৮ জানুয়ারি ২০২৬

মণিরামপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন

দুই প্রার্থীর প্রতিনিধিকে ২ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা

দুই প্রার্থীর প্রতিনিধিকে ২ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৯, ২২ জানুয়ারি ২০২৬

যশোরের মণিরামপুর উপজেলায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে দুই প্রার্থীর প্রতিনিধিকে মোট ২ লক্ষ ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে পৃথক দুটি অভিযানে এই জরিমানা আদায় করা হয়।
​প্রথম অভিযান: স্বতন্ত্র প্রার্থীর এজেন্টকে জরিমানা
​বিকেল ৪:৩০ ঘটিকায় উপজেলার একটি এলাকায় নির্বাচনী প্রচারণাকালে যান চলাচল ও জনজীবনে বিঘ্ন ঘটানোর অপরাধে অভিযান পরিচালনা করেন মণিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
​নির্বাচনী আচরণ বিধিমালা ২০২৫-এর ৬(ঙ) ধারা লঙ্ঘনের দায়ে একই বিধিমালার ২৭(ক) ধারা অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী এডভোকেট শহীদ মো. ইকবালের নির্বাচনী এজেন্ট জনাব মো. নিস্তার ফারুককে ১ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
​দ্বিতীয় অভিযান: জামায়াতে ইসলামীর প্রার্থীর প্রতিনিধিকে জরিমানা
​এর অব্যবহিত পরেই মণিরামপুর পৌরসভা কার্যালয়ের সামনে দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন যশোর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আশীষ কুমার দাস।
​একই ধারা লঙ্ঘনের দায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট গাজী এনামুল হকের প্রতিনিধি জনাব আহসান হাবীব লিটনকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে মোবাইল কোর্ট।
অভিযান শেষে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটগণ জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে এবং জনভোগান্তি এড়াতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রচার-প্রচারণা চালানোর জন্য সকল প্রার্থী ও তাদের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানানো হয়েছে। জনস্বার্থে এবং নির্বাচনী শৃঙ্খলা রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তারা জানান।