বাংলাদেশ || ২৮ জানুয়ারি ২০২৬

শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত

শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৯, ২০ জানুয়ারি ২০২৬

মনিরামপুর অফিস

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের মনিরামপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে মনিরামপুর উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌর বিএনপির সভাপতি মোঃ খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মনিরামপুর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব এডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপির সহ-সভাপতি মফিজুর রহমান, এডভোকেট মকবুল ইসলাম, গাজী আব্দুল সাত্তার, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবু সন্তোষ সর, একে আজাদ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিস্তার ফারুক। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আলহাজ্ব রবিউল ইসলাম, নির্বাহী সদস্য আব্দুল ওয়াদুদ, জি.এম মোস্তাফিজুর রহমান মোস্তাক, মনোহরপুর ইউপি চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টু, ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির মতিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা মিজান, শ্যামকুড ইউনিয়ন বিএনপির মাহবুবুর রহমান, বুলবুল হাসান, ঝাঁপা ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান আলাউদ্দীন আহমেদ, মফিজুর রহমান মফিজ, মশ্বিমনগর বিএনপির আব্দুল খালেক, খেদাপাড া ইউনিয়ন বিএনপির আজিবর রহমান। যুবদল ও মহিলা দলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক আব্বাস উদ্দিন, আবু সাউদ, জেলা মহিলা দলের সহ-সভাপতি মেরী ইকবাল ও লুৎফুন্নাহার বেগমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মিজানুর রহমান।