নিজস্ব প্রতিবেদক
১১ অক্টোবর, শুক্রবার সন্ধ্যায় দক্ষিণমাথা বাসস্ট্যান্ড সংলগ্নে মণিরামপুরের একঝাঁক সাংস্কৃতিক প্রেমিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সামাজিক সংগঠক এস.এম. হাফিজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের তালিকাভূক্ত নাট্যকার, ছড়াকার, রম্য রচয়িতা ও উপস্থাপক মুনছুর আযাদ, শিল্পী সুরকার গীতিকার ও লেখক মোঃ মাহফুজুর রহমান, কবি শামছুজ্জামান, অভিনেতা রেজাউল করিম, হুমায়ুন কবির চঞ্চল, রবিউল ইসলাম, মোঃ আশরাফুল ইসলাম, নূরুন্নবী, গীতিকার আব্দুর রহমান, শিল্পী ও সুরকার শহিদুল ইসলাম তারেক, সংগঠক এহসান রনি, ইয়াছিন প্রমুখ।
মতবিনিময়কালে মণিরামপুরে সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চাকে আরও বেগবান করার লক্ষে উপস্থিত সকলের প্রস্তাবনায় মূলধারার একটি সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠার জোর দাবি ওঠে, দাবির পরিপ্রেক্ষিতে সকলের আন্তরিক সম্মতিতে ‘নওরোজ সাংস্কৃতিক সংসদ’ নামে সুস্থ ধারার এই সাংস্কৃতিক গঠনের আত্মপ্রকাশ ঘটে।
এতে উপস্থিত হাউজের কন্ঠভোটে নাট্যকার মোঃ মুনছুর আলীকে প্রধান সমন্বয়, বেতার, টিভি ও জনপ্রিয় কৌতুক এ্যালবামের সফল অভিনেতা এস.এম হাফিজুর রহমানকে চেয়ারম্যান, মোঃ শহিদুল ইসলামকে সেক্রেটারী ও গীতিকার-সুরকার মোঃ মাহফুজুর রহমানকে পরিচালক নির্বাচিত হয়।