1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

মোল্লাহাটে ৭’শ বিঘার মৎস্য ঘের জোর দখলের অভিযোগ

  • প্রকাশের সময় বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ২৫ বার সংবাদটি পাঠিত
মোল্লাহাটে ৭’শ বিঘার মৎস্য ঘের জোর দখলের অভিযোগ

মোল্লাহাট(বাগেরহাট)প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে ‘ইন্টার এক্সপার্ট ইন্টাঃ লিমিটেড’ এর প্রায় ৭’শ বিঘার একটি মৎস্য ঘের জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কোদালিয়া বিলে গত মঙ্গলবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। ওই ঘটনায় কোম্পানির নিবার্হী পরিচালক মোঃ জাহিদ খান মোল্লাহাট থানা ও আর্মি ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেছেন।ইন্টার এক্সপার্ট ইন্টাঃ লিমিটেড এর নিবার্হী পরিচালক মোঃ জাহিদ খানের লিখিত ও মৌখিক অভিযোগে প্রকাশ, বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কোদালিয়া বিলে তাদের কোম্পানির ২২৬ একর বা ৬৮৫ বিঘার একটি ঘের রয়েছে। ওই ঘেরে গত মঙ্গলবার দুপুরে জনৈক মাসুদ শেখ, ইফতেখার আহমেদ পলাশ ও জাকির ভুঁইয়ার নেতৃত্বে অর্ধশতাধিক লোক অনধিকারে আকস্মিক হানা দেয়। তখন ঘেরের ৬ জন কর্মচারীকে তাড়িয়ে দেয় এবং ঘের দখল করে। পরবর্তীতে কর্মচারীদের থেকে বিষয়টি জানতে পেরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনায় লিখিত অভিযোগ করেন। ওই ঘটনার যথাযথ আইনানুগ প্রতিকার দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন মোঃ জাহিদ খান।এবিষয়ে মাসুদ শেখ মুঠোফোনে বলেন, তিনি জাকির ভুঁইয়ার থেকে লিজ নিয়েছিলেন, যেহেতু ওই জমি নিয়ে বিরোধের বিষয় জানতে পারছেন, সেহেতু তিনি ওই ঘেরে আর যাবেন না এবং লিজের জন্য দেয়া টাকা জাকির ভুঁইয়ার কাছে ফেরত চেয়েছেন তিনি।জাকির ভুঁইয়া বলেন, কাগজপত্রে বৈধ মালিক তিনি, তার বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন বলেও জানান তিনি।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION