মনিরামপুর (পৌর)প্রতিনিধি
ডেঙ্গু জ্বর ভাইরাস জনিত,এডিস মশা এই জ্বরের ভাইরাস বহন করে এসমস্ত কারন,লক্ষন ও প্রতিকার উল্লেখ করে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক পরামর্শ ও ডেঙ্গু মশা নিধন এবং পরিষ্কার পরিছন্নতা বিষয়ক সমন্বিত অভিযান ক্যাম্পেইন করেছে মনিরামপুর পৌরসভা। গতকাল ৯ই অক্টোবর মনিরামপুর পৌরসভার আয়োজনে পৌরসভা চত্বরে এ অনুষ্ঠান ও ক্যাম্পেইনের উদ্ভোধন করেন মনিরামপুর উপজেলা নয়া নির্বাহী অফিসার নিশাত তামান্না। এ সময় মনিরামপুর উপজেলা স্কাউটের শিক্ষার্থীদের উপস্থিতিতে মনিরামপুর পৌরসভা চত্বরে একটিও শোভাযাত্রা বের হয়।মশা নিধনে পৌরশহরের বিভিন্ন রাস্তা,আবাসিক এরিয়া,বদ্ধ জলাশয়ে স্প্রে করে পৌরসভার পরিছন্নতা কর্মীরা। মনিরামপুর পৌরসভা প্রশাসন ও প্রকৌশলী বিভাগের যৌথ আয়োজনে এ ক্যাম্পেইনে আরো উপস্থিত ছিলেন পৌর প্রকৌশলী প্রধান উত্তম মজুমদার, সহকারি প্রকৌশলী তপু এস এম আব্দুর রশীদ ও মনিরামপুর পৌরসভার সচিব মোঃ কামাল হোসেন সহ দুই দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।