মণিরামপুর(যশোর)প্রতিনিধি
মণিরামপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। দুইটি বেকারি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় ১০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। মঙ্গলবার বেলা ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ নিয়াজ মাখদুম উপজেলার সোহরাব মোড় এলাকায় দু’টি বেকারি প্রতিষ্ঠানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করেন। জানাযায়, উপজেলার খেদাপাড়া ইউনিয়নের সোহরাব মোড় সংলগ্ন এলাকায় দু’টি বেকারী প্রতিষ্ঠানে খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, পণ্যে মোড়ক ব্যবহার না করা, মোড়কের গায়ে সংশ্লিষ্ট পণ্যের ওজন, পরিমাণ, উপাদান, ব্যবহার-বিধি, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, উৎপাদনের তারিখ, প্যাকেটজাত করণের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ ইত্যাদি না থাকায় বেকারীর মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় ১০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ নিয়াজ মাখদুম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযানে বিএসটিআইয়ের কর্মকর্তাসহ পলিশের একটি টিম উপস্থিত ছিলেন।