1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

৭২ বছরে পুতিন, জন্মদিনেও কাজ করেন সারাদিন

  • প্রকাশের সময় মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২৬ বার সংবাদটি পাঠিত
৭২ বছরে পুতিন, জন্মদিনেও কাজ করেন সারাদিন

কণ্ঠ ডেস্ক :

গতকাল সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের জন্মদিন ছিলো। এটি তার ৭২তম জন্মদিন। এ নিয়ে ২১ বারের মতো রাষ্ট্রীয় কার্যালয়ে ব্যক্তিগত দিনটি উদযাপন করেন তিনি। রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস বলছে, বিগত বছরগুলোর মতো এবারও রাষ্ট্রপ্রধান কর্মস্থলেই জন্মদিন পালন করেন। নিয়মানুযায়ী, পুতিন সকালে টেলিগ্রাম এবং টেলিফোন কলে বিদেশি নেতাদের কাছ থেকে অভিনন্দন পেতে শুরু করেন। দিনের প্রথমার্ধে বেশ কয়েকটি বেসরকারি ওয়ার্কিং মিটিং নির্ধারিত হয়। সন্ধ্যায় পুতিন সিআইএস রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সাক্ষাত করেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, প্রেসিডেন্ট একদিনও পুরো বিশ্রাম নিতে পারেন না। এমনকি দিনের মধ্যে বিশ্রামের নির্দিষ্ট সময়ও থাকে না। প্রয়োজনে বেশিরভাগ সময় তিনি রাতেও কাজ করেন। এর ফলে পুতিন ‘কার্যত চব্বিশ ঘণ্টা দায়িত্ব পালন করছেন’ বলে জানিয়েছেন ওই মুখপাত্র। তাস বলছে, পুতিন কখনোই তার জন্মদিন নিয়ে প্রকাশ্যে কথা বলেন না। বিষয়টির প্রতি অপ্রয়োজনীয় মনোযোগ আকর্ষণ এড়ানোর চেষ্টা করেন। পুতিন একবার বলেছিলেন, ‘এটা আমার জন্মদিন, এটা জাতীয় ছুটির দিন নয়। আমার জন্মদিনের গুরুত্বকে অতিরঞ্জিত করা আমার কাছে অশালীন বলে মনে হয়।’ পুতিন জন্মদিনে বন্ধুবান্ধব এবং আত্মীয়দের সঙ্গেও উদযাপন করতে পছন্দ করেন। ব্যস্ত সময়সূচি সত্তে¡ও পরিবারের জন্য কমপক্ষে একটি সময় দেখা করতে যান। রাশিয়ার রাষ্ট্রপ্রধান এই দিনটিতে বিদেশি নেতাদের কাছ থেকে উপহার পেয়ে থাকেন। উদাহরণস্বরূপ, ২০২২ সালে ৭০তম জন্মদিনে বেলারুশের আলেকজান্ডার লুকাশেঙ্কো পুতিনকে ট্রাক্টর উপহার দিয়েছিলেন। ২০১৭ সালে পুতিন তুর্কমেনিস্তানের সাবেক প্রেসিডেন্ট গুরবাঙ্গুলি বেরদিমুহামেদভের কাছ থেকে ভার্নি নামের একটি আলাবাই কুকুরছানা উপহার পান। এটা কোনো গোপন বিষয় নয় যে রুশ নেতা কুকুর ভালোবাসেন। ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি তাকে একটি হাতে এমব্রয়ডারি করা ডুভেট কভার উপহার দেন।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION