কণ্ঠ ডেস্ক :
ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস গাজা ভুখন্ডের খান ইউনিস থেকে ইসরায়েলের তেল আবিব ও আশপাশের অঞ্চলে পাঁচটি রকেট ছুড়েছে, জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ১১টায় হামলার সতর্কতা জানিয়ে সাইরেন বেজে ওঠার পরপরই কয়েকটি রকেট তেল আবিব ও আশপাশে আঘাত হানে। এ সময় ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিব, আরেক শহর কফর চাবাদ ও রিশন লেজিওনেও রকেট হামলার সতর্কতা জানিয়ে সাইরেন বেজে ওঠে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, রকেট হামলার ক্ষয়ক্ষতি শনাক্ত করা হয়েছে। বেন গুরিয়ান বিমানবন্দরের কাছে তেল আবিবের হোলন এলাকায় ধ্বংস করা ক্ষেপণাস্ত্রের শার্পনেলে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। কফর চাবাদে একটি রকেট সরাসরি আঘাত হেনেছে। এসব ঘটনায় অন্তত দুই জন আহত হয়েছেন। ইসরায়েলের মেগান ডেভিড অ্যাডম (এমডিএ) জরুরি পরিষেবা জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের শার্পনেলের আঘাতে আহত ত্রিশোর্ধ দুই নারীকে তাদের চিকিৎসা কর্মীরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শমির মেডিকেল সেন্টারে নিয়ে গেছেন। তাদের আঘাত তেমন গুরুতর নয়। এমডিএ আরও জানায়, তাদের চিকিৎসা কর্মীরা আরও কয়েকজনকে চিকিৎসা দিয়েছেন। এদের কেউ কেউ অতিরিক্ত উদ্বেগ ও আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন আর অন্যরা জরুরি আশ্রয়স্থলে দৌঁড়ে যাওয়ার সময় পড়ে গিয়ে আঘাত পান। হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড তাদের দাপ্তরিক টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে। তারা বলেছে, তারা ইসরায়েলের ‘অনেক ভেতরে’ রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলে গত বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলা ও গাজা যুদ্ধের বার্ষীকিতে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভুখন্ডটি থেকে এসব রকেট ছোঁড়া হয়েছে।