1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

শপথ নেওয়ার এক সপ্তাহের মাথায় মেক্সিকোর মেয়রকে হত্যা

  • প্রকাশের সময় মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৮ বার সংবাদটি পাঠিত
শপথ নেওয়ার এক সপ্তাহের মাথায় মেক্সিকোর মেয়রকে হত্যা

কণ্ঠ ডেস্ক :

দক্ষিণ মেক্সিকান রাজ্য গেরেরোর একটি শহরের মেয়রকে খুন করা হয়েছে। সহিংসতায় জর্জরিত লাতিন আমেরিকার দেশটিতে রাজনীতিবিদদের ওপর ধারাবাহিক হামলার সর্বশেষ ঘটনা এটি। কর্তৃপক্ষ গত রোববার এই তথ্য জানিয়েছে। শপথ নেওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মাঝে মেক্সিকোর চিলপানচিনগোর শহরের মেয়র আলেহান্দ্রো আরকোসকে হত্যা করা হয়েছে। গেরেরো রাজ্যের গভর্নর ইভলিন সালগাদো এক্স-এ লিখেছেন, ‘তাকে হারিয়ে গেরেরো সমাজ শোকের সাগরে পড়ে গেছে।’ তিনি আরো বলেন, ‘চিলপানচিনগোর মেয়র আলেহান্দ্রো আরকোসের হত্যাকান্ড আমাদেরকে ক্রোধান্বিত করেছে।’ তবে তিনি এই ঘটনা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানাননি। আরকোসের প্রাতিষ্ঠানিক বিপ্লবী পার্টি ইনস্টিটিউশনাল রেভোলুশনারি পার্টি (পিআরআই) এই হত্যাকান্ডকে একটি ‘কাপুরুষোচিত অপরাধ’ হিসেবে অভিহিত করেছে এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে-এ আরো বলেছে, ‘যথেষ্ঠ সহিংসতা ও দায়মুক্তি ঘটেছে। গেরেরোর বাসিন্দাদের এমন আতংকের মাঝে জীবনযাপন কাম্য নয়।’প্রশান্ত মহাসাগরীয় উপক‚লে অবস্থানের কারণে ড্রাগ কার্টেলের সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মেক্সিকান রাজ্যগুলোর মধ্যে গেরেরো অন্যতম। ২০০৬ সালে সরকার মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সেনাবাহিনী মোতায়েন করার পর থেকে মেক্সিকোজুড়ে ৪ লাখ ৫০ হাজারের বেশি লোককে হত্যা করা হয়েছে এবং কয়েক হাজার নিখোঁজ রয়েছে। মেক্সিকো সিটির সাবেক মেয়র ক্লদিয়া শেইনবম ১ অক্টোবর দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন। জুনের নির্বাচনকে ঘিরে অন্তত ২৪ জন রাজনীতিবিদ হত্যাকাÐের শিকার হয়েছেন। সূত্র : এএফপি

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION