জহুরুল ইসলাম
আগামী ৬ অক্টোবর থেকে যশোরে শুরু হবে ৫১তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সদর উপজেলা পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় তিনটি ইভেন্টের খেলা হবে সুইমিংপুল ও মিউনিসিপ্যাল স্কুলে। এর মধ্যে সাঁতার প্রতিযোগিতা হবে সুইমিংপুল ও মিউনিসিপ্যাল স্কুলে কাবাডি ও হল রউমে হবে দাবা প্রতিযোগিতা।ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন উপলক্ষে সদর উপজেলা হল রুমে প্র¯‘তি সভা অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতা সফল ভাবে সম্পন্ন করতে শিক্ষকদের সহযোগিতা চাইলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। সভাপতির বক্তব্যে তিনি বলেন শিক্ষকদের সহযোগিতা পেলে ক্রীড়া প্রতিযোগিতা সুন্দর ভাবে করা সম্ভব হবে।এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, রুপদিয়া ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক বিএম জহুরুল পারভেজ, শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বুলবুল, তালবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উসমান গণি, শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক তৌহিদুর রহমান, নিউটাউন বাদশাহ ফয়সল ইসলামী ইন্সটিটিউটের ক্রীড়া শিক্ষক তৈয়েব আলী, জিলা স্কুলের সিনিয়র শিক্ষক রবিউল আলম, মিউনিসিপ্যাল প্রিপারেটরী স্কুলের ক্রীড়া শিক্ষক ইমরুল হোসেন, আতবরতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাকিম উদ্দীন প্রমুখ।