নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর
আগামী ২৮ সেপ্টেম্বর মণিরামপুর প্রেসক্লাবের একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এটাই আশা করি। দীর্ঘ একযুগ পর এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র শুরু হবে এমনটি দাবী করে জেলা বিএনপির নেতা মোহাম্মাদ মুছা বলেছেন, প্রেসক্লাবের নির্বাচনকে কেউ যদি প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে সেক্ষেত্রে জাতীয়তাবাদী দল বিএনপি চুপ করে থাকবে না। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মণিরামপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এস এম সিদ্দিকের সঞ্চলনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রতিদিনের কন্ঠ পত্রিকার সম্পাদক শাহিনুর রহমান পান্না,প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি ফারুক আহাম্মেদ লিটন, সাবেক সভাপতি এস এম মজনুর রহমান,সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন দুষ্টু ও আসাদুজ্জামান রয়েল,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা যুবদলের আহবায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ, সদস্য সচিব সাইদুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক বিল্লাল হোসেন, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক বিল্লাল গাজী, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কামরুল ইসলাম প্রমুখ।