ইকরাম হোসেন
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৪ উপলক্ষ্যে যশোর পূজা উদযাপন পরিষদের জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপার মহোদয়ের আইন-শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।গতকাল বুধবার (১৮ সেপ্টেম্বর)সকাল ১১.৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে যশোর পূজা উদযাপন পরিষদের জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপার জনাব মোঃ জিয়াউদ্দিন আহম্মেদ মহোদয়ের সভাপতিত্বে আইন-শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভার শুরুতেই সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন সার্বজনীন দুর্গোৎসব-২০২৪ শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সকল নেতৃবৃন্দের মূল্যবান মতামত প্রকাশের জন্য মুক্ত আলোচনার ব্যবস্থা করা হয়।এসময় নবাগত পুলিশ সুপার মহোদয় পূজা উদযাপন বিষয়ে জেলা, উপজেলা এবং পৌর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের নিকট থেকে শারদীয় দুর্গা পূজার পূর্বপ্রস্তুতি ও গৃহীত ব্যবস্থা সম্পর্কে সকলের মতামত শোনেন। পরবর্তীতে অত্র অনুষ্ঠানের সভাপতি ও জেলার নবাগত পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যের শুরুতেই উপস্থিত সকলকে আশ্বস্ত করে বলেন যশোর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক আছে এবং জেলা পুলিশের সকল কার্যক্রম চালু হয়েছে।এসময় তিনি আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি মন্ডপে শত ভাগ সিসি টিভি স্থাপনের বিষয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি বিশেষ আহ্বান করেন। নবাগত পুলিশ সুপার মহোদয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত নির্দেশনা অনুযায়ী উৎসব পালন করতে সকলের প্রতি বিশেষ অনুরোধ জানান। তিনি আরো বলেন আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কোন ধরণের বিশৃঙ্খলা ও সাম্প্রদাযি ক সহিংসতা সৃষ্টি করার অপচেষ্টা করলে তাকে কঠোর হস্তে যশোর জেলা পুলিশ প্রতিহত করবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এক্ষেত্রে অপরাধীকে অপরাধী হিসাবেই বিবেচনা করা হবে সে কোন ধর্ম বা বর্ণের সেটা বিবেচ্য না।পরিশেষে তিনি সাম্প্রদাযি ক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সরকারি সকল নির্দেশনা যথাযথভাবে পালনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে সকলকে আহবান জানান।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার,(প্রশাসন ও অর্থ) যশোর।এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, যশোর , অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), যশোর, সার্কেল কর্মকর্তাগণ, ডিআইও-১, পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখা ও বিভিন্ন উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ পরিষদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।