মণিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মণিরামপুরে প্রান্ত আইটি ইনিস্টিউটের ৩য় বর্ষে পদার্পণ পালিত হয়েছে।শুক্রবার (১৩ সেপ্টেম্বর ) বিকালে মণিরামপুর উপজেলারঅপদকালীন ধান বীজ গোডাউন চত্তরে আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে দিনটি পালন করা হয়।জানা গেছে, মণিরামপুরে এই আইটি ইনিস্টিউটটি উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে বিনামূল্যে ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ দিচ্ছে। একইসঙ্গে তাদের কাজের সুযোগ প্রদানের মাধ্যমে বেকারত্ব নিরসনে ভূমিকা রাখছে।
প্রান্ত আইটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠা তাসনিমুল হাসান বলেন, ‘প্রতিষ্ঠার শুরু থেকে আমাদের লক্ষ্য ছিল মানসম্মত সেবা ও বেকারত্ব নিরসনে ভূমিকা রাখা। ইতিমধ্য প্রান্ত আইটি আস্থা অর্জন করেছে। দুই বছরের পথ চলায় আমরা অনেক দূর এগিয়েছি। সামনে আমাদের অনেক পথ বাকি।
তাসনিমুল হাসান আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ ভিশনে অনেক দূর এগিয়েছে দেশ। চতুর্থ শিল্প বিপ্লবের এ যুগে আমাদের প্রযুক্তি সেবা নিয়ে আরও এগোতে হবে। তথ্যপ্রযুক্তি খাতে নতুন সেবা নিয়ে হাজির হয়েছে প্রান্ত আইটি। সরকারি ও বেসরকারি পর্যায়ে নতুন প্রযুক্তি সেবা দিতে ২০ জনের বেশি দক্ষ কর্মী কাজ করে প্রতিষ্ঠানটিতে। তথ্যপ্রযুক্তি দক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও কর্মী তৈরিতে ডিজিটাল বাংলাদেশ গঠনে প্রান্ত আইটি ভূমিকা রাখছে।