মনিরামপুর(যশোর)প্রতিনিধি
রক্তাক্ত জুলাইয়ের শহীদদের নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবিতে যশোরের মনিরামপুরে শহীদী মার্চ পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনিরামপুর উপজেলা শাখার উদ্যোগে আজ বিকাল ৫ ঘটিকায় মনিরামপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ মিছিল শুরু হয়। মিছিলটি বটতলা হয়ে ঘুরে আবারো মনিরামপুর বাজার প্রদক্ষিণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মনিরামপুরের প্রায় শতাধিক স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয় পড়–য়া শিক্ষার্থীরা মিছিলে অংশগ্রহণ করেন। মিছিল শেষে বক্তারা বলেন, জুলাই এবং আগস্টে স্বৈরাচার সরকার হটাতে গিয়ে যারা আহত এবং নিহত হয়েছেন তাদের তালিকা তৈরি করতে হবে। পাশাপাশি যারা অসুস্থ রয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। এবং এ আন্দোলনে শহীদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনিরামপুর উপজেলা শাখার এ শহীদী মার্চের মূল নেতৃত্ব দেন মোস্তাকিম আল রাব্বি সাকিব, ফয়সাল মাহমুদ,অভি হাসান,শরিফ মাহমুদ,অনিক হাসান,আকিব চৌধুরী,আফরিন সুলতানা আনিকা,সানজিদা আক্তার সোনিয়া, নাবিদ হাসান প্রমুখ।