1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman
শিরোনামঃ
তামাক নিয়ন্ত্রণে বেসরকারী সংস্থাসমূহকে সম্পৃক্তকরণ জরুরী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে-সালাউদ্দিন দেবহাটা গাজীরহাট মৎস্য আড়ৎতে ত্রি বার্ষিক নির্বাচনে সভাপতি মনি ও সম্পাদক রাজু দেবহাটায় মহানবী হযরত মুহাম্মদ (সা:) নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে মুক্তিযোদ্ধা আটক ১৪৪ ধারা ভঙ্গ চলছে প্রাচীর নির্মানের কাজ শুরু তারুণ্যের রাজনৈতিক অধিকারের আওয়াজে মুখর খুলনার সার্কিট হাউজ ময়দান মনিরামপুরে সমাবেশ সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মনিরামপুরে ভাটা মালিক শাহিন সড়ক দুর্ঘটনায় নিহত আশাশাশুনিতে মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষে যুবকের মৃত্যু জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ  এনামের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান 

তালেবের মাসিক বিমান ভাড়া ৪০ হাজার

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৮৫ বার সংবাদটি পাঠিত
জহুরুল ইসলাম 
যশোর জেলা রেজিস্ট্রার আবু তালেব  সপ্তাহের দুইদিন ঢাকায় বিমানে যাতায়াত করেন।  একবার ঢাকায় বিমানে যেতে ৫ হাজার টাকা লাগে। সেখানে তিনি প্রতি মাসে আটবার ঢাকায় যাতায়ত করেন।  অর্থাৎ প্রতি মাসে তার বিমান ভাড়া বাবদ ব্যয় হয় ৪০ হাজার টাকা। প্রতি মাসের অবৈধ উপার্জনের টাকা থেকে তিনি এই অর্থ ব্যায় করেন বলে অফিসের একাধিক সুত্র এতথ্য নিশ্চিত করেছেন।
সুত্রমতে, যশোর  জেলা রেজিস্ট্রার আবু তালেব অবৈধভাবে প্রতি মাসে লাখ লাখ টাকা উপার্জন করেন। অবৈধ আয়ের খাতগুলো হচ্ছে, প্রতিদিন যশোর সদরসহ ৮ উপজেলায় কমপক্ষে  ৫ হাজার দলিল  সম্পাদিত হয়। এর প্রতিটি দলিল থেকে ১শ’ টাকা, আবার কোনো কোনো ক্ষেত্রে ২শ’ টাকা হারে জেলা রেজিস্ট্রারকে বাধ্যতামূলক ঘুষ দিতে হয়।  অর্থাৎ প্রতিদিন ৫ হাজার দলিল সম্পাদনের ক্ষেত্রে যদি ১শ’ টাকা হারেও ঘুষ দেয়া হয়, তাহলে প্রতিদিন এ খাত থেকে জেলা রেজিস্ট্রার ৫ লাখ টাকা অবৈধভাবে উপার্জন করেন। এছাড়া যশোরের ৮ উপজেলা সাব রেজিস্ট্রারের কাছ  থেকে প্রতি মাসে চুক্তি মাফিক তিনি একটি বড় অংকের উৎকোচ পেয়ে থাকেন। যশোর জেলায় ১২২ জন কাজী রয়েছেন যারা প্রতি মাসে অফিসের বড় বাবুর মাধ্যমে জেলা রেজিস্ট্রারকে একটি ধায্য রেটে ঘুষ দিয়ে থাকেন। যশোর জেলা রেজিস্ট্রারের রেকর্ড রুম থেকে প্রতি মাসে হাজার হাজার দলিলের নকল সরবরাহ করা হয়। এখাত থেকেও বড় বাবুর মাধ্যমে জেলা রেজিস্ট্রার উৎকোচ পেয়ে থাকেন। তাছাড়া উপজেলা রেজিস্ট্রি অফিসগুলো অডিট ও রদবদলের ক্ষেত্রেও জেলা রেজিস্ট্রারের অবৈধ উপার্জন রয়েছে। অর্থাৎ প্রতি মাসে জেলা রেজিস্ট্রারের অবৈধ উপার্জনের পরিমাণ সঠিকভাবে নির্ণয় করা যায়নি। তবে প্রতি মাসে তার লাখ লাখ টাকা অবৈধ উপার্জন আছে তা অনুমান করা গেছে।
এ ব্যাপারে যশোর জেলা রেজিস্ট্রার আবু তালেবের সাথে যোগাযোগ করা হলে তিনি দুর্নীতির  এসব অভিযোগ অস্বীকার করেন।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION