স্টাফ রিপোর্টার
কোটা আন্দোলন সফল হওয়ার পর থেকে। সারা দেশের ন্যায় মনিরামপুর উপজেলাতেও বিভিন্ন স্থানে দেখা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র- ছাত্রীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছে। আবার বিভিন্ন স্থানে যেমন শহীদ মিনার রাস্তার পার্শ্ববর্তী এলাকা সহ গুরুত্বপূর্ণ জায়গা গুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সেখানে তারা একত্রে ছুটে যাচ্ছে এবং সমস্যার সমাধান করছে তারই ধারাবাহিকতায়
আজ রবিবার সকালে মনিরামপুরের রাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে মনিরামপুরের শিক্ষার্থীরা একটি শান্তি সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনটি পুলেরহাট টু ত্রিমহিনি রোডের রাজগঞ্জ বাজারের চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীদের পক্ষ থেকে মোস্তাকিম আল রাব্বি সাকিব বলেন, একদেশ সকলের সকলে এক হয়ে শান্তিপূর্ণ ভাবে নতুন একটি দেশ বিনির্মানে কাজ করে যাবো। হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে কাধে কাধ মিলিয়ে আগামীর বাংলাদেশ গড়বো। এ সময় আরো উপস্থিত ছিলেন, তাহমিদ উজ্জমান ফাহিম,শরিফ মাহমুদ, অভি হাসান, মাকসুদুল আলম রোহান, আকিব চৌধুরী, মাহিন হাসান প্রমুখ সহ রাজগঞ্জ অঞ্চলের শতাধিক শিক্ষার্থী।
মানববন্ধন শেষে রাজগঞ্জ বাজারের বিভিন্ন মুদিখানা দোকান, কাঁচা বাজার, ঔষধের দোকান, কৃষি বিপনি সহ বিভিন্ন দোকানে দ্রব্যমূল মনিটরিং করা হয়।
এ ছাড়াও ছাত্র ছাত্রীরা একত্রে দলগতভাবে ভাগ হয়ে মনিরামপুর উপজেলার প্রধান সড়কের বিভিন্ন মোড়ে মোড়ে তারা সঠিক ও সুন্দরভাবে মানুষের সাথে কথা বলে হাত ও বাসির ইঙ্গিতের মাধ্যমে ট্রাফিকের দায়িত্ব পালন করছে।