স্টাফ রিপোর্টার
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনিরামপুর শাখার শিক্ষার্থীরা আজ মঙ্গলবার সকালে মনিরামপুর বাজারে বিজিয় মিছিল বের করে। মিছিলটি মনিরামপুর উপজেলার সামনে থেকে শুরু হয়ে মনিরামপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনিরামপুর শাখার সমন্বয়ক ফয়সাল ঘোষণা দেন, মনিরামপুরের সকল মসজিদ মন্দির সুরক্ষিত কোন সংখ্যালঘুর উপর কোন আক্রমন করা হয়নি আর হবেনা, সকল মসজিদ মন্দির সুরক্ষা দিবেবৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংক্ষিপ্ত সমাবেশ শেষে
মনিরামপুর পৌরসভার সকল মন্দির ও বিভিন্ন ইউনিয়ন এ মন্দির পরিদর্শন করেন।সেখানকার সাধারণ মানুষ এর সাথে কথা বলে সকলকে সাধারণ শিক্ষার্থীদের নাম্বার দিয়ে আসেন নেতৃবৃন্দরা। এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, মনিরুজ্জামান, হুসাইন,সামিন, সায়েদ,রিজভী, সৌরভ, প্রিন্স,সাজ্জাদ, আসিফ,মকহফুজ সহ শিক্ষার্থী, হাসাইন ইকবাল সানি,সাদি, তাহমিদ, মাহিন, অভি হাসান, শরিফ সহ প্রায় শতাধিক ছাত্রছাত্রী।