নিজস্ব প্রতিবেদক
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশব্যাপী গণহত্যা, গণগ্রেফতারের নিন্দা ও গ্রেফতারকৃতদের মুক্তিসহ প্রধানমন্ত্রীর পদত্যাগের একদফা দাবিতে ঘোষিত অসহযোগ আন্দোলনের সমর্থনে দেবহাটায় গণমিছিল হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেবহাটা শাখার পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সর্বস্তরের ছাত্র, শিক্ষক ও জনতা’র ব্যানারে রোববার (৪ আগষ্ট) সকাল ৯টায় সখিপুর সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ অভিমুখ থেকে গণমিছিলটি বের হয়। মিছিলটি হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজ প্রদক্ষিণ শেষে সখিপুর মোড়ে এসে কিছুক্ষণ ¯েøাগান দিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। সেসময় তারা প্রতিবাদের অংশ হিসেবে সখিপুর মোড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যুরালে কাঁদা-মাটিও নিক্ষেপ করেন। পরে মিছিলটি পারুলিয়া বাসস্ট্যান্ডে পৌঁছে সমাবেশে মিলিত হয়। সেসময় রাস্তা অবরোধ করে ¯েøাগান ও বিক্ষোভ সমাবেশ করেন আন্দোলনকারীরা।এতে সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়ক সহ আশপাশের অভ্যন্তরীণ সড়ক গুলোতে কয়েক ঘন্টা যানচলাচল বন্ধ হয়ে পড়ে। সমাবেশে বক্তৃতাকালে সপ্তাহের কেবলমাত্র রোববার ব্যতিত অন্যান্য দিনগুলিতে ব্যাংক বন্ধ রাখা, জরুরী সেবা ব্যতিত অনির্দিষ্টকালের জন্য গণপরিবহন এবং সকল অফিস থেকে শুরু করে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখাসহ বিভিন্ন ঘোষনা দেয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের একদফা দাবি জানান আন্দোলনকারীরা। পরে মিছিলটি পারুলিয়া ও সখিপুর বাজার প্রদিক্ষিণ শেষে পুনরায় সরকারি খানবাদুর আহছানউল্লা কলেজ অভিমুখে পৌঁছালে আন্দোলনকারীরা ফের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করে অসহযোগ আন্দোলনের প্রথম দিনের কর্মসূচি শেষ করেন।