মোমিনুর রহমান
দেবহাটা উপজেলার গাজিরহাট মৎস্য আড়ৎ সমিতির ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে সভাপতি হয়েছে আব্দুর সত্তার মনি ও সাধারণ সম্পাদক হয়েছে রাজিব হোসেন রাজু।১৭ই মে (শনিবার) সকাল ৮ টা থেকর ১২-৩০ মিনিট পর্যন্ত ভোট চললাম থাকে। পরে ভোট গননা শেষে ছাতা প্রতিক মোট ভোট ৮৭ টি ভোট পেয়ে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছে আব্দুল সাত্তার মনি। মছ প্রতিক নিয়ে ভোট ৪৯ টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে মো রাজিব হোসেন রাজু। শেখ আমান উল্লাহ ও মো রবিউল ইসলাম দুইজনই ৫৮টি করে ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছে। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছে এস এম হাবিল শেখ ইসরাইল মিন্টু কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছে।