কণ্ঠ ডেস্ক
দক্ষিণ বঙ্গের যশোর থেকে প্রকাশিক দৈনিক প্রতিদিনের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তাকিম আল রাব্বি সাকিবের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে । গত ১৯ জুলাই শুক্রবার বিকালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তিনি হামলার শিকার হয়েছে। জানাগেছে, শুক্রবার বিকালে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সমাবেশের তথ্য ও ফুটেজ সংগ্রহ করে তিনি মনিরামপুর প্রেসক্লাবে যান। পরে সেখান থেকে বেরিয়ে তিনি মনিরামপুর বাজারের দক্ষিণ মাথায় অবস্থিত দৈনিক প্রতিদিনের কণ্ঠের অফিস অভিমুখে রওনা দিলে। দক্ষিণ মাথা বাসস্ট্যান্ডের সামনে তার মোটরসাইকেল গতিরোধ করে তাকে দেশীয় অস্ত্র, হকিস্টিক,হাঠিশোটা দিয়ে তার উপর বেধড়ক মারপিট করে এতে সে গুরুতর আহত হয়ে পড়লে জাতীয় দৈনিক কালবেলার মনিরামপুর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন সোহান ও স্থানীয় গ্রামের কাগজের মনিরামপুর পৌর প্রতিনিধি তাজাম্মুল হুসাইন তাকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।আহত মোস্তাকিম আল রাব্বি সাকিব জানাই, পেশাগত দায়িত্ব পালন শেষ করে আমি আমার অফিসের দিকে রওনা দিয়েছিলাম প্রতিমধ্যে মনিরামপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান অভি আমার মোটরসাইকেল গতিরোধ করে আমার সাথে বাকবিতন্ডা শুরু করলে মনিরামপুরের চিহ্নিত সন্তাসী, বিশিষ্ঠ ব্যবসায়ী পরিমল পাল হত্যা মামলার চার্জশিট ভুক্ত আসামি হাসান (২৮) সহ আরো দুই তিন জন আমার মোটরসাইকেলের চাবি কেড়ে নিয়ে বেধড়ক মারপিট শুরু করে এতে আমার মাথায় আঘাত প্রাপ্ত হওয়ার পরবর্তীতে আমাকে হসপিটালে ভর্তি করে।মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তন্ময় বিশ্বাস জানান, শুক্রবার বিকালে সাকিব আহত হয়েছে বিষয় টি শুনেছি এবং সে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিয়েছে বর্তমানে সে নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন।উল্লেখ্য এ বিষয় মনিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।