নিজস্ব প্রতিবেদক
আগামী ২৩ জুলাই মহান মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের প্রতিষ্ঠাতা ও সাব সেক্টর কমান্ডার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাষ্টারের ৩১তম মৃত্যুবার্ষিকী পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুলাই) ক্যাপ্টেন শাহজাহান মাষ্টার স্মৃতি সংরক্ষণ পরিষদের উদ্যোগে পারুলিয়াস্থ মুক্তিযোদ্ধা অফিসে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সমাজসেবক ও সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে উক্ত প্রস্তুতি সভায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাষ্টারের সহধর্মিনী ও স্মৃতি সংরক্ষণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রাবেয়া শাহাজাহান, মুক্তিযোদ্ধা সাংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. রিয়াজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নাজমুস শাহাদাৎ, স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারন সম্পাদক সাবেক ইউপি সদস্য আব্দুল কাদের, শাহাজাহান মাষ্টারের বড় পুত্র বাংলাদেশ বেতার প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান, মেজো পুত্র আবু সাঈদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা জামসেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
আমৃত্যু সংগ্রামী প্রয়াত এ নেতার ৩১তম মৃত্যুবার্ষিকীতে প্রতিবছররের ন্যায় এবারও পবিত্র কোরআন তিলাওয়াত, কবর জিয়ারত, প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন এবং স্মরণসভা সহ নানা কর্মসূচি পালিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, ১৯৯৩ সালের ২৩ জুলাই দেবহাটা উপজেলার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদানরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাৎক্ষনিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পরদিন ২৪ জুলাই টাউনশ্রীপুর হাইস্কুল প্রাঙ্গণে জানাযা নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহজাহান মাষ্টারের দাফন দাফন সম্পন্ন হয়। সেই থেকেই প্রতিবছর এ দিনটিতে শ্রদ্ধভরে স্মরণ করা হয় জাতির এ বীর সন্তানকে।