1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

ব্রাহ্মণবাড়িয়ায় অনিয়মের অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বরখাস্ত

  • প্রকাশের সময় মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ২৫ বার সংবাদটি পাঠিত

কণ্ঠ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ছয়ঘড়িয়া শাহ আলম উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. সেলিনা বেগমকে দায়িত্ব থেকে অব্যাহতি এবং সহকারী প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।সম্প্রতি শাহ আলম উচ্চ বিদ্যালয়ে কমিটির এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এর আগে গত জুন মাসে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. সেলিনা বেগমের অনিয়ম স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ওই বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসী বিদ্যালয়ের সামনে মানববন্ধন করে।বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী বলেন, মোছা. সেলিনা বেগম প্রধান শিক্ষকসহ অন্যান্য শূন্যপদে নিয়োগ প্রক্রিয়ায় গড়িমসি করছেন। কমিটির সিদ্ধান্ত ছাড়া কমিটির সাবেক সভাপতি আবুল বাশার মোবারকের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। তিনি প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাব দেন না। এসব বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি জবাব দেননি। গত ৪ জুলাই ম্যানেজিং কমিটির এক সভায় মোছা. সেলিনা বেগমকে ভারপ্রাপ্ত প্রধানের পদ থেকে অব্যাহতি হয়েছে।এ ব্যাপারে মোছা. সেলিনা বেগমের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।আখাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন বলেন, বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ম্যানেজিং কমিটি দ্বারা পরিচালিত হয়। ম্যানেজিং কমিটি শিক্ষক-কর্মচারী নিয়োগ দেন। নিয়োগ বাতিল করার এখতিয়ার কমিটির রয়েছে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION