কণ্ঠ ডেস্ক
ময়মনসিংহের গফরগাঁওয়ে দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর ‘তিস্তা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ২ ঘণ্টা রেল যোগাযোগ বিঘ্নিত হয়েছে। রোববার (৭ জুলাই ) সকাল সোয়া ১০টার দিকে বাগুয়া এলাকায় ওই ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়।এরপর দুপুর সোয়া ১২টার দিকে গফরগাঁও স্টেশন থেকে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ওই ট্রেনটি ছেড়ে যায়।গফরগাঁও রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সেলিম আল হারুন এ বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী ‘তিস্তা এক্সপ্রেস’ ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়। এর প্রায় দুই কিলোমিটার দূরে বাগুয়া এলাকায় পৌঁছালে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়।পরে ‘তিস্তা এক্সপ্রেস’ ট্রেনটি পুশব্যাক করে গফরগাঁও স্টেশনে নিয়ে আসা হয়। ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিন এসে প্রায় ২ ঘণ্টা পর ট্রেনটি পুশব্যাক করে গফরগাঁও স্টেশনে নেয়া হয়।