আসাদুর রহমান
সুস্থ দেহে সুস্থ মন, যার দেহ সুস্থ থাকে তার মনও ভালো থাকে। আর মন ভালো থাকলে সমস্ত কাজে মনোযোগী হওয়া যায় আন্তরিকতার সাথে এবং সকল কাজে সফলতা আসে। সুতরাং দেহকে সুস্থ রাখতে হলে সব সময় শরীরের প্রতি নজর দিতে হবে। মঙ্গলবার বিকালে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সেবা উন্নয়ন কমিটির সমন্বয় মিটিংয়ে প্রধান অতিথির বক্তৃতায় বিকালে যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এ কথা বলেন। এ সময় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার বিষয়ে আলাপ-আলোচনা করেন।শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহফুজা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সোহরাব হোসেন, নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী। এছাড়া আরো উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম সরদার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফার হোসেন, ইউপি চেয়ারম্যান কবির উদ্দিন আহমেদ তোতা, স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্সসহ কর্মকর্তা-কর্মচারি ও স্থানীয় নেতৃবৃন্দ।