1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

শার্শায় তক্ষকসহ দুইজন আটক

  • প্রকাশের সময় মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৫৫ বার সংবাদটি পাঠিত

জাহিদ হাসান

যশোর জেলার শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী তক্ষকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৯ মে) রাত ১০টা ৩৫ মিনিটে শার্শা উপজেলার মাটিপুকুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।জেলা পুলিশ সুপার রওনক জাহান-এর নির্দেশনায় এবং শার্শা থানার অফিসার ইনচার্জ কে. এম. রবিউল ইসলামের তত্ত্বাবধানে এসআই (নিঃ) হযরত আলী ও এসআই (নিঃ) মোঃ সোহানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন। অভিযানে মাটিপুকুর গ্রামের করিম হোসেনের বসতঘরের শয়নকক্ষ থেকে একটি জীবিত তক্ষকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন যশোর জেলার শার্শা উপজেলার মাটিপুকুর (পশ্চিমপাড়া) গ্রামের মৃত হাসেম আলী ব্যাপারীর পুত্র মোঃ করিম হোসেন (৪৮) এবং মেহেরপুর জেলার গাংনি থানার সাহেবনগর গ্রামের আব্দুল হান্নানের পুত্র মোঃ মামুনুর রশিদ (৪২)। পুলিশের তথ্যমতে, করিম হোসেনের বিরুদ্ধে পূর্বেও একই অপরাধে একটি মামলা রয়েছে।এই ঘটনায় শার্শা থানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।পুলিশ জানায়, বন্যপ্রাণী সংরক্ষণ ও পাচার প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION