1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

শার্শা থানা পুলিশের অভিযানে চাঁদাবাজ আশিক আটক

  • প্রকাশের সময় মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৫৪ বার সংবাদটি পাঠিত

যশোর অফিস

যশোরের শার্শার বাগআচড়া বেলতলায় এলাকায় এক আম ব্যাবসায়িকে গতিরোধ করে চাঁদা দাবির অভিযোগে আশিক নামের এক যুবককে গত রোববার রাতে আটক করেছে পুলিশ,সে বাগআচড়া এলাকার আলাউদ্দিনের ছেলে। উল্লেখ্য যে গত বৃহস্পতিবার রাতে ৬০ ক্যারেট কাঁচা আম বোঝাই একটি আলমসাধু চাঁদাবাজদের কবল থেকে স্থানীয় জনতা শার্শা থানা পুলিশকে খবর দিলে, কাচা আম বোঝাই আলমসাধুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এসময় আলমসাধুর ড্রাইভার ও একজন কাচা আম ব্যাবসায়ী মোট দু’জন ব্যক্তিকে চাঁদাবাজদের হাত থেকে উদ্ধার করে পুলিশ।এই ঘটনায় কাঁচা আম ব্যাবসায়ী সেলিম হোসেন বলেন বাগআচড়ার কুশখালীর সাইফুল ইসলামের আম বাগান থেকে ক্রয় করে জীবননগরের আচার কারখানার উদ্দেশ্য রওনা হলে বাগআচড়া বেলতলায় এলাকায় রাস্তার মাঝে আলমসাধু গতিরোধ করে চাঁদা দাবি করে। এই অভিযোগে তিনি বাদী হয়ে শার্শা থানায় বাগআঁচড়া এলাকার আলাউদ্দিন ছেলে আশিকসহ অজ্ঞাত ৭ জনকে আসামী করে এজাহার দায়ের করে। এ ব্যাপারে শার্শা থানার অফিসার ইনচার্জ কে এম. রবিউল ইসলাম জানান, স্হানীয় জনতার তথ্যের ভিত্তিতে জানতে পারি যে কিছু চাঁদাবাজরা একটি কাঁচা আমসহ আলমসাধু, ড্রাইভার ও আমের বেপারীকে আটক করে চাঁদা বাজি করছে, আমি পুলিশ ফোর্স পাঠিয়ে তাদেরকে উদ্ধার করে থানায় আনি এবং উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বিষয়টি জনানো হয়েছে ।এ ব্যাপারে জানতে চাইলে শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা জানান, কাচা আম উদ্ধারের বিষয়ে ওসি আমাকে জানিয়েছে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION