ঝিকরগাছা (পৌর) প্রতিনিধি
ফুলের রাজ্য খ্যাত যশোরের ঝিকরগাছার গদখালী অঞ্চলের ৫০ ফুলচাষিকে মাটি পরীক্ষা ও সার ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে।সোমবার (২৪ জুন) পানিসারায় বাংলাদেশ-আমেরিকা সৌহার্দ্য ফুল বিপণন কেন্দ্রে এ প্রশিক্ষণ দেয়া হয়।যৌথভাবে প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস্ধসঢ়;) ও জাপান এনভায়রনমেন্টাল এডুকেশন ফোরাম (জীফ)।যশোরের ফুলচাষিদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।অনুষ্ঠানে প্রশিক্ষক ছিলেন মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট, যশোরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোতাসিম আহম্মেদ,উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ ও সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা নাসির উদ্দীন। উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক আনোয়ারুস সাদাত ও আসাদুল হাসান জুয়েল।হাড়িয়া গ্রামের রেশমা খাতুন ও পানিসারার আবুল হোসেন জানান, ফুলচাষে মাটির ভূমিকা কি, কোনটি আদর্শ মাটি, কীভাবে মাটি পরীক্ষা করতে হয়, ফুলচাষে সার ব্যবস্থাপনা কি, সার প্রয়োগের সময়, কীটনাশক ছিটানোর নিয়ম ইত্যাদি তারা হাতে-কলমে শিখেছেন। বাস্তবে প্রয়োগ করতে পারলে তারা লাভবান হবেন। বেডস্ প্রকল্প ব্যবস্থাপক আসাদুল হাসান জুয়েল বলেন, বেডস্ একটি অরাজনৈতিক, অলাভজনক, জনসাধারণ ভিত্তিক এবং পরিবেশ উন্নয়ন-কেন্দ্রিক বেসরকারি সংস্থা। দেশের পরিবেশগত উন্নয়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য বেডস্ ২০১১ সালে কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় ফুলচাষিদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বেডস্ এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।