মোঃ ইব্রাহিম খলিল
সাতক্ষীরা মহাসড়কে পিকআপ ও মটর সাইকেল মুখোমুখি সংঘর্ঘে দুই জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গত ২২ জুন শনিবার সাতক্ষীরা পাটকেলঘাটা থানাধীন আসাননগর মোড় সংলগ্ন তুবা পাইপ এন্ড ফিটিংস ইন্ডাস্ট্রি এর সামনে মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সুত্রে জানা যায়, সাতক্ষীরা থেকে পাটকেলঘাটা অভিমুখে ছুটে চলা পিকআপ যশোর ন ১১১০৮৭ নং গাড়ি এবং পাটকেলঘাটা অভিমুখ থেকে আসা পালসার মটর সাইকেল সাতক্ষীরা ল ১১-০২৬৩ নং গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলে মটর সাইকেলে থাকা ২ আরোহী সড়কে ছিটকে পড়ে। এ সময় মটর সাইকেলটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ঐ দুই আরোহী মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা তাদের কে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। আহত দুই আরোহীর নাম জানা সম্ভব হয়নি। এদিকে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে চুকনগর (খর্ণিয়া) হাইওয়ে পুলিশ ঘটনা স্থলে এসে পিকআপ এবং মটর সাইকেল দুটি জব্দ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, এটি কোন নিছক দূর্ঘটনা নয়। তাদের দাবি এটি একটি পরিকল্পিত ঘটনা। এ বিষয় খুলনা চুকনগর (খর্ণিয়া) হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হাসানুর রহমান এর সাথে মুঠো ফোনে আলাপকালে তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় একটি পিকআপ এবং একটি মটর সাইকেল জব্দ করা হয়েছে। মামলা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখনো কেউ থানায় অভিযোগ করেনি। সেকারণে কোন মামলা হয়নি।