তালা(সাতক্ষীরা)প্রতিনিধি
তালা উপজেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি নজরুল ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সাংবাদিকদের নামে হয়রানিমূলক মামলা দিয়ে নাজেহাল করার অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। বুধবার সকাল ১০ টায় তালা প্রেস ক্লাবের সামনে ক্লাবের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে তালা প্রেস ক্লাবের আহ্বায়ক এম এ হাকিমের উপস্থিতিতে বক্তব্য রাখেন তালা প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক এম এ ফয়সাল, সদস্য সচিব সেলিম হায়দার, উপজেলা বিএনপি নেতা সাংবাদিক লিয়াকত হোসেন, মো. মহিউদ্দীন, গাজী সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক গাজী সুলতাল আহম্মেদ, কাজী আরিফুল হক বুলু, জাহাঙ্গীর হোসেন, সেকেন্দার আবুজাফর, শফিকুল ইসলাম, খলিলুর রহমান লিথু, রোকোনুজ্জামান টিপু, আসাদুজ্জামান রাজু, খলিলুর রহমান, মাগফুর রহমান ঝন্টু, আজমল হোসেন জুয়েল, শিরিনা খাতুন প্রমুখ।বক্তারা বলেন, নজরুল ইসলাম উপজেলা জাতীয় পার্টির সভাপতি এবং দৈনিক পূর্বাঞ্চলের তালা প্রতিনিধি। তিনি তালা প্রেস ক্লাবের সভাপতির ভুয়া পরিচয় দিয়ে সরকারি বিভিন্ন দফতরের কাজ বাগিয়ে নিয়ে আজ কোটিপতি বনে গেছেন। আওয়ামী লীগ সরকারের দোসর উপজেলা জাতীয় পার্টির সভাপতি নজরুল ইসলাম প্রেস ক্লাবের সভাপতি পরিচয় দিয়ে তালায় কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকদের নামে আদালতে হয়রানিমূলক মামলা করেছেন। তার অপকর্মের প্রতিবাদে সকল সাংবাদিক, পেশাজীবী, রাজনৈতিক দলসহ সকলের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।