1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

শীতকালীন সবজিতে ভরপুর, তবে দাম কমেনি পেঁয়াজ-রসুন-আলুর

  • প্রকাশের সময় শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৭৪ বার সংবাদটি পাঠিত
শীতকালীন সবজিতে ভরপুর, তবে দাম কমেনি পেঁয়াজ-রসুন-আলুর

তালা(সাতক্ষীরা)প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানা এলাকার মৌলভীবাজার এখন শীতকালীন সবজিতে ভরপুর। দাম চড়া হলেও কিছু সবজি মানুষের নাগালের মধ্যে রয়েছে। তবে দাপট এখনো অব্যাহত রয়েছে পেঁয়াজ, আলু, রসুন ও টমেটোর দামে। বাজারে নতুন আলু আসা শুরু করলেও দাম কমার কোনো লক্ষণ পরিকল্পিত হয়নি। শুক্রবার সকালে মৌলভীবাজারে যেয়ে দেখা যায়, শীতের নতুন সতেজ সবজির পসরা সাজিয়ে বসে আছেন দোকানিরা। বাহারি সবজি ক্রেতাসাধারণের নজর কাড়লেও দামের চোখরাঙানিতে মন কাড়তে পারছে না তাদের। তবে বাজারে পর্যাপ্ত সবজির জোগান থাকায় অনেক সবজিই এখন কিছুটা নাগালে রয়েছে ক্রেতাদের। ৫০টাকা বা তার নিচেও মিলছে অনেক সবজি। মৌলভীবাজারে ক্রয়-বিক্রয় করতে আসা সবজি‌ বিক্রেতারা জানান, পেঁয়াজ ১২০ টাকার বদলে এখন দেশি পেঁয়াজ ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নতুন আলু ৮০ টাকা থেকে নেমে এখন কেজি প্রতি ৭৫ টাকায় পাওয়া যাচ্ছে। তবে পুরনো আলু এখনো অপরিবর্তিত দর ৭০ টাকায় বিক্রি হচ্ছে। রসুন বিক্রি হচ্ছে ২২০, টমেটো ১৫০টাকা ও পেঁয়াজের কালি ১৬০ কেজি দরে পাওয়া যাচ্ছে। কাঁচাঝাল বাড়া-কমার মধ্য দিয়ে চলার এক পর্যায়ে এখন ৮০ টাকায় স্থিত হয়েছে। সবজি ব্যবসায়ীরা জানান অনেক সবজির দাম কিছুটা নেমে যাওয়ায় মানুষ মোটামুটি কিনতে পারছেন সেগুলো। বাজারে সুদৃশ্যমান ফুলকপি ৫৫, চুপড়ে আলু ৬০, বেগুন ৫০, শিম ৫০ পটোল ৪০, ওলকপি ৪০ , ঢেড়শ ৪০, পাতাকপি ৪০, মুলা ৩০টাকা দরে পাওয়া যাচ্ছে। লাউ, পালংশাক, লালশাকসহ আরও অনেক সবজির দাম কমতে শুরু করেছে। তবে ঊর্ধদামের আলু, পেঁয়াজ, রসুনের দাম না কমা পর্যন্ত সবজি বাজারে ক্রেতাসাধারণের স্বস্তি মিলছে না।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION