কণ্ঠ ডেস্ক
ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যা বাড়তে শুরু করছে। ইতোমধ্যে বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ছোট-বড় মিলিয়ে ২৫ হাজার ৯২৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৪৮ লাখ ৮৭ হাজার ১০০ টাকা।মঙ্গলবার (১১ জুন) দুপুরে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এই বিষয়টি নিশ্চিত করেন।বঙ্গবন্ধু সেতু পূর্ব সাইট অফিস সূত্রে জানা যায়, রোববার (৯ জুন) রাত ১২টা থেকে সোমবার (১০ জুন) রাত ১২টা পর্যন্ত সেতু দিয়ে ২৫ হাজার ৯২৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয় দুই কোটি ৪৮ লাখ ৮৭ হাজার ১০০ টাকা। অপরদিকে টাঙ্গাইল অংশে সেতু পূর্ব টোলপ্লাজা দিয়ে ১২ হাজার ৯৯০টি যানবাহন পারাপার হয়। টোল আদায় হয়েছে এক কোটি ২৩ লাখ ৩৪ হাজার ৪৫০ টাকা। একই সময়ে সিরাজগঞ্জের সেতু পশ্চিম অংশে ১২ হাজার ৯৩৩টি যানবাহন পারাপার করে। এ সময় টোল আদায় হয় এক কোটি ২৫ লাখ ৫২ হাজার ৬৫০ টাকা।এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, ঈদুল আজহাকে নিয়ে যানবাহনের পারাপার সংখ্যা বাড়ছে। সেতু পারাপারে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এবারও ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশা করেন তিনি। তবে তিনি যানবাহন চালকদের সচেতনতার জন্য টোলের টাকা ভাংতি করে আনার জন্যও পরামর্শ দেন। তিনি আরও বলেন, আগামী শুক্রবার থেকে যানবাহনের চাপ পড়তে পারে বলে ধারণা করছেন।