মেহেদী হাসান, খুলনা প্রতিনিধিঃ
ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপে ডুমুরিয়া উপজেলার চেয়ারম্যান প্রার্থী আজগর বিশ্বাস তারা বলেছেন, ভোটারদের বোকা বানাবেন না -ধোকা দিবেন না। জনগণের ভোটের উপর আস্থা রাখুন। তাদের রায় নিয়েই নির্বাচিত হতে হবে।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তার সমর্থকেরা উপজেলার বিভিন্ন জায়গায় ভোটারদের সামনে মিথ্যা তথ্য প্রদান করছেন, মিথ্যা আশ্বাস দিচ্ছেন। তারা বলছেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী এজাজ আহমেদকে নাকি আওয়ামীলীগ নমিনেশন দিয়েছে। সে নাকি আওয়ামীলীগের প্রার্থী! আমরা দেখছি সে এই নির্বাচনে সহিংসতার পথ অবলম্বন করেছে।
আজগর বিশ্বাস তারা আরো বলেন, আওয়ামী লীগ কারো বাপ-দাদার সম্পত্তি নয়। যাকে খুশি তাকে আওয়ামী লীগের প্রার্থী বলে দিবেন। জননেত্রী শেখ হাসিনা সুষ্ঠ নির্বাচন দেখতে চাই। প্রধান মন্ত্রীর হাতকে শক্তিশালী করতে তার নির্দেশ বাস্তবায়ন করতে ডুমুরিয়া বাসীর সুখ দুঃখের সাথী হতে প্রার্থী হয়েছি। সুতরাং প্রবাগন্ডা না ছড়িয়ে দলের নাম না ভাঙিয়ে ভোটারদের সাথে প্রতারণা না করে ইতিহাসের সাক্ষী হোন।