মনিরামপুর (যশোর)॥ নভেল করোনা ভাইরাস মোবাবিলায় সামজিক দুরুত্ব বজায় রাখতে বৃহস্পতিবার যশোরের মনিরামপুরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক তৎপরতা চালিয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুফল চন্দ্র গোলদারের নেতৃত্বে সেনা, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নিয়ে সাড়াশি অভিযান চালান।এ অভিযানের ফলে অন্যান্য দিনের চেয়ে বৃহস্পতিবার পৌরশহরসহ প্রত্যন্ত অঞ্চলেও সামাজিক দুরুত্বে ইতিবাচক প্রভাব পড়ে।
সকাল সাড়ে ১০ টা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পৌরশহরে ঝটিকা অভিযান শুরু করে। বিশেষ করে সেনা সদস্যদের সক্রিয় ভূমিকায় মুহুর্তের মধ্যে পৌরশহর ফাকা হয়ে যায়। অবশ্য ভ্রাম্যমান আদালত পৌরশহরসহ দিনভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আইন অমান্য করায় সাতজনকে বিভিন্ন হারে জরিমান করেন। আর এ বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী। সাড়াশি অভিযানের ফলে অন্যান্য দিনের তুলনায় বৃহস্পতিবার লোকসমাগম ছিল অত্যন্ত কম। বিনা প্রয়োজনে নাগরিকরা ঘরের বাইরে বের হয়নি। আর এ সাাড়শি অভিযানকে সাধারন মানুষ স্বাগত জানিয়েছেন।