স্টাফ রিপোর্টার
যশোর সদর উপজেলার তালবাড়িয়া ডিগ্রি কলেজের সভাপতি পদ নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্রেসক্লাব যশোরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বর্তমান সভাপতি কামাল হোসেন এবং সভাপতি পদে যাওয়ার জন্য মরিয়া বহুল বিতর্কিত সোহেল রানা এ সংবাদ সম্মেলন করেন।কামাল হোসেন লিখিত বক্তৃতায় বলেন, বিতর্কিত সোহেল রানা পক্ষ তার বিরুদ্ধে যেসব অভিযোগ করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। তিনি বলেন, কলেজের গভর্নিংবডি গঠনের লক্ষ্যে গত ২৩ এপ্রিল যে নির্বাচন সম্পন্ন হয়েছে তা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কলেজে গভর্নিংবডি গঠনের নীতিমালা অনুযায়ী হয়েছে। বিধি অনুযায়ী, ডিগ্রি কলেজে সভাপতি ও একজন বিদ্যোৎসাহী মনোনয়ন দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি। তবে, সেক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যের ডিও লেটারকে প্রাধান্য দেয়া হয়। যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ তাকে কলেজের গভর্নিংবডির সভাপতি ও রেজাউল ইসলামকে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনয়ন দেয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ডিও লেটার দিয়েছেন। এ দু’টি পদ ছাড়া অন্যান্য পদে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন।জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী, নির্বাচিত সদস্য কর্তৃক সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য নির্বাচনের কোনো সুযোগ নেই। বিতর্কিত লোকজন ব্যক্তিগত ধান্ধাবাজি করতে সভাপতি হওয়ার জন্য ধান ভানতে শিবের গীত গাচ্ছে। তারা গণমাধ্যমসহ বিভিন্ন লোকের কাছে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করছে। একইসাথে কলেজের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করছে নানাভাবে-বলেন কামাল হোসেন। তিনি আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য মনোনয়ন প্রদান এবং অন্যান্য সদস্যের নামের তালিকা যথাযথভাবে পাঠানো হয়েছে। কোনো ধরনের কোনো অনিয়ম করা হয়নি।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাফিজুর রহমান, কামরুল হুমায়ুন, নুর ইসলাম, আব্দুর রউফ, জাকির হোসেন, তোফাজ্জেল হোসেন ও মাহমুদুল হাসান।এর আগে অপরপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ে সভাপতি ও শিক্ষানুরাগী সদস্যের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করে। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন সভাপতি হতে আগ্রহী বহুল বিতর্কিত সোহেল রানা। তিনি সংবাদ সম্মেলনে ধান ভানতে শিবের গীত গান। সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য নিয়ে সংবাদ করতে এসে সোহেল রানাকলেজটির অধ্যক্ষ ড.শাহনাজ পারভীন ও সভাপতি কামাল হোসেনের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তোলেন। যা সঠিক না বলে দাবি করেছেন অধ্যক্ষ শাহনাজ পারভীন।২৩ এপ্রিল অনুষ্ঠিত শিক্ষক প্রতিনিধি নির্বাচনে নবনির্বাচিত কমিটির মতের বিরুদ্ধে কলেজটির সভাপতি কামাল হোসেন ও অধ্যক্ষ ড.শাহনাজ পারভীন জাতীয় বিশ্ববিদ্যালয়ে সভাপতি ও শিক্ষানুরাগী সদস্যের নাম পাঠিয়েছেন বলে অভিযোগ করা হয়। অথচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী গভর্নিংবডির সভাপতি নির্বাচনে অন্যান্য সদস্যদের কোনো ভূমিকা নেই। কেউ কোনো রকম হস্তক্ষেপও করতে পারবে না। সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য পদে সরাসরি মনোনয়ন দেবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি। সোহেল রানা চক্র অপপ্রচার চালিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন বলে এলাকার লোকজন জানিয়েছেন। এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির তুহিন, বিএম কামাল হোসেন, হায়দার আলী, আজমত আলী ও রাজু আহমেদ।