1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman
শিরোনামঃ

নড়াইলে ভাইস চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

  • প্রকাশের সময় শনিবার, ১৮ মে, ২০২৪
  • ৯১ বার সংবাদটি পাঠিত

নড়াইল প্রতিনিধি

নড়াইল সদর উপজেলা নির্বাচনে আচণনবিধি লঙ্ঘনের দায়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী মো.সোহেল সরদার (তৌহিদুল)কে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১৬মে) বিকালে শহরের বাধাঘাট এলাকায় নির্বাচনী প্রচারনা চলাকালে এই জরিমানা করেন নির্বাচনী ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জয় ঘোষ। এর আগে বুধবার (১৫মে) দুপুরে রূপগঞ্জ বাজারে নির্বাচনী প্রচারনা চলাকালে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী এস.এম ময়নুল ইসলাম বাবুকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, দেয়ালে পোষ্টার এবং ওয়ার্ডে একের অধিক নির্বাচনী ক্যাম্প করায় এবং মোটর শোভাযাত্রা করায় চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমান ভূইয়াকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জয় ঘোষ জানান, আচরনবিধি লঙ্ঘনের দায়ে দুই চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করা হয়েছে। আচরনবিধির ধারার ব্যত্যয় ঘটায় প্রার্থীদের আগে সকর্ত করা হচ্ছে, তা না মানলে এ জরিমানার আওতায় আনা হচ্ছে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION