শার্শা উপজেলার ১১টি ইউনিয়নের সাথে একযোগে বেনাপোল পৌর এলাকায় দোয়াত-কলম প্রতীকে চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেন এর গণজোয়ার সৃষ্ঠি হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী বেনাপোল ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডে ভোটারদের দ্বারে দ্বারে গণসংযোগসহ পথসভায় দোয়াত-কলম প্রতীকের গণজোয়ার দেখে আবেগে আপ্লুত হয়েছেন শার্শা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সোহরাব হোসেন। বেনাপোল পৌরসভার বড়আঁচড়া, ছোটআঁচড়া, ভবারবেড়, কাগজপুকুর, দিঘীরপাড়, বেনাপোল, নামাজগ্রাম-দূর্গাপুর, গাজীপুর ও সাদিপুর ওয়ার্ডের পথসভায় তিনি এলাকাবাসীকে হৃদয় উজাড় করা ভালবাসার প্রতিদান স্বরুপ নির্বাচিত হলে ব্যাপক উন্নয়নের সপথ নেয়। বলেন, উপজেলার ১১টি ইউনিয়নের সাথে বেনাপোল পৌরবাসী দোয়াত-কলম প্রতীকে আমাকে নির্বাচিত করার জন্য যেভাবে উৎসবমুখর পরিবেশে ভোট উৎসবে পরিণত করেছেন তা দেখে আমি আনন্দে আপ্লুত। নির্বাচনের দিন পর্যন্ত দোয়াত-কলম প্রতীকে এ ভোট উৎসব ধরে রেখে আমাকে শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করলে কথা দিলাম, আমি আপনাদের সুখে দুখে সর্বসময় পাশে থেকে সেবা করে যাবো। অতীতে যেমনভাবে আপনাদের পাশে ছিলাম তারচেয়ে আরও আপনাদের ভোট ঋণের বোঝা মাথায় নিয়ে আমার নিত্যদিনের কর্মপরিকল্পনায় এলাকাবাসীর সেবার মনোভাব নিয়ে সকলের সাথে একযোগে শার্শা উপজেলাকে স্মার্ট শার্শা গড়ে তুলবো।
এসসকল পথসভায় তিনি শতভাগ ভোট’ দোয়াত-কলম প্রতীকে দেওয়ার আহবান রেখে ছোট-বড় সকলের কাছে বিজয়ের দোয়া কামনা করেছেন।
এসময় দোয়াত-কলম প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী সোহরাব হোসেনের সাথে থেকে কলস প্রতীকে ভোট কামনা করেছেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শামীমা খাতুন সালমা।
এসকল পথসভা ও গণসংযোগে তৃর্ণমূল আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেনকে দোয়াত-কলম, ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিম সরদারকে তালা ও কলস প্রতীকে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শামীমা খাতুন সালমাকে বিপুল ভোটে নির্বাচিত করার আহবান জানান স্থানীয় আওয়ামীলীগসহ সফরসঙ্গী আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
দিনব্যাপী নির্বাচনী প্রচারণায় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব সালেহ আহমেদ মিন্টু, কোষাধ্যক্ষ ওয়াহিদুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, শার্শা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন আহমেদ তোতা, উপজেলা যুব মহিলালীগের সভাপতি মিনিরা খাতুন, সাধারণ সম্পাদক লিলিফুন নাহার, সহ সভাপতি মনিরা খাতুন, শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক আবুল হোসেন, বেনাপোল পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহাতাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান ঘেনা, প্রচার সম্পাদক আকবার আলী, যুবলীগ নেতা জসীম উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, উপজেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন, মিজানুর রহমান, আমিনুর রহমান, জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক ও বেনাপোল পৌর কাউন্সিলর কামাল হোসেন, কাকন, উপজেলা ছাত্রলীগ নেতা বনিসহ স্থানীয় আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয় পর্যায়ে আরও উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার প্যানেল মেয়র-১ কামরুন্নাহার আন্না, প্যানেল মেয়র-২ আলহাজ্ব মজনুর রহমান নুপুর, প্যানেল মেয়র-৩ শরিফুল ইসলাম, পৌর কাউন্সিলর হাসানুজ্জামান তাজিন, শাহিনুর রহমান শাহিন, আজিম উদ্দিন গাজী, আসাদুজ্জামান, সুলতান আহমেদ বাবু, মর্জিনা মীমসহ স্থানীয় আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।