1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

সাতক্ষীরা জেলা পুলিশের অভিযানে আন্তঃজেলা ইজিবাইক ছিনতাই চক্রের ৯ সদস্য আটক

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১
  • ৭৭ বার সংবাদটি পাঠিত

শাহাদাত হোসেন: আন্তঃজেলা ইজিবাইক ছিনতাই চক্রের ৯ সদস্যকে আটক করেছে সাতক্ষীরা জেলা পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া দু’টি ইজিবাইক। তাদেরকে মাদারীপুর ও মুন্সিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আটক করাহয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সদর থানা আয়োজিত এক প্রেস বিফিং এ এসব তথ্য জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, মাদারীপুর জেলার ঘটমাঝি গ্রামের আলাউদ্দীন মাদবরের ছেলে মিন্টু মাদবর, একই জেলার গোলবাড়ি গ্রামের মৃত আলেক বেপারীর ছেলে মাহবুব বেপারী, একই গ্রামের লিয়াকত হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার, শিবচর থানার নয়াচর গ্রামের শের আলী ঢালীর ছেলে অন্তর ঢালী, একই থানার জুলহাসবেপারীকান্দি গ্রামের আব্দুল কাদের ফরাজীর ছেলে সুমন ফরাজী, একই থানার মাদবরের চরখাড়াকান্দি গ্রামের আব্দুল আজিজ বেপারীর ছেলে জাহাঙ্গির বেপারী, মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার মোর্শেদগাও গ্রামের ছাত্তার শেখের ছেলে রুবেল শেখ, একই থানার বেত্রগাও গ্রামের মৃত ইউনুস বেপারীর ছেলে বোরহান বেপারী ও একই থানার বনশেমন্ত গ্রামের মৃত মারফত মৃধার ছেলে মিজানুর রহমান। সাতক্ষীরা সদর থানায় প্রেসব্রিফিংকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর্জা সালাউদ্দীন জানান, গত ১২ ডিসেম্বর সাতক্ষীরা সদর থানার বিভিন্ন এলাকা থেকে তিনটি ইজিবাইক ছিনতাই হয়। ভাড়া নেওয়ার কথা বলে গন্তব্যে পৌঁছানোর আগেই পথিমধ্যে ছিনতাইকারীরা চেতনানাশক স্প্রে ও তরল পদার্থ খাওয়াইয়ে চালককে অজ্ঞান করে জনমানবহীন স্থানে ফেলে রেখে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। এঘটনায় সদর থানায় দু’টি মামলাও হয়। মামলার তদন্তে জানা যায়, ছিনতাইচক্রের সদস্যরা মাদারীপুর ও মুন্সিগঞ্জ জেলার অধিবাসি। তিনি আরও বলেন সদর থানা পুলিশের একটি টিম ওই দু’টি জেলায় ৪দিন অভিযান পরিচালনা করে ছিনতাইকারী চক্রের উক্ত ৯ সদস্যকে গ্রেফতার করে। এ সময় উদ্ধার করা হয় সাতক্ষীরা থেকে চুরি হওয়া দু’টি ইজিবাইক। ধৃত আসামীদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে আরো জানান ওই পুলিশ কর্মকর্তা। প্রেসব্রিফিং এ আরো উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) বুরহান উদ্দীন, এস.আই মোস্তাফিজুর রহমান, এস.আই আহমদ আলী প্রমুখ

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION