কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের গ্রামীণ হস্তচালিত তাঁত শিল্পের প্রবীণ কারিগর তাহারুল্লাহ কারিকর (৮৮) আর নেই। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ———– রাজিউন)। তিনি উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের মৃত তাজু কারিকরের ছেলে। মৃত্যুকালে তিনি ছেলে-মেয়ে, নাতী-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমের নাতি আমির হামজা জানান, তিনি দীর্ঘদিন ধরেই বার্ধক্য জনিত বিভিন্ন কঠিন রোগে ভুগছিলেন। তাছাড়া গতকাল ডায়রিয়ায় আক্রান্ত হন তিনি। সোমবার দুপুরে গুরুতর অসুস্থ্য থাকাকালীন চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বাদ মাগরিব বসন্তপুর ঢালীপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়েছে। এদিকে প্রবীণ হস্তচালিত তাঁত শিল্পী তাহারুল্লাহ কারিকরের মৃত্যুতে বিলুপ্তপ্রায় নাজিমগঞ্জ বাজারে গ্রামীণ তাঁত কাপড় হাটের ব্যবসায়ি ও এলাকার হস্তচালিত তাঁত শিল্পের কারিগররা গভীর শোক প্রকাশ করেছে।