যশোর অফিস:যশোর শহরতলির ঝুমঝুমপুরের ভাড়ার মোটরসাইকেল চালক মনির হোসেন মুন্না হত্যা মামলায় আটক নাইসের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক সাইফুদ্দীন হোসাইন রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। নাইস সিটি কলেজ পাড়ার মশিয়ার রহমানের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, মনির হোসেন ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবীকা নির্বাহ করতেন। গত ৮ আগস্ট গভীর রাতে তিনি যাত্রী নিয়ে নড়াইল যাচ্ছিলেন। পথিমধ্যে দায়তলা গ্রামের হামকুড়া ব্রিজের কাছে পৌছালে রাস্তায় টানিয়ে রশিতে বেধে মুন্না পড়ে যায় গুরুতর আহত। এসময় আসামিরা তাদের পাশের একটি টোংঘরে নিয়ে আটক রাখে। এছাড়া আরও একজনের একই কায়দায় ধরে নিয়ে টোংঘরে রাখে। ভোররাতে দুইটি মোটরসাইকেল, মোবাইল ফোন, টাকা ছিনিয়ে নিয়ে তাদের বেধে রেছে চলে যায়। সকালে একে অপরের বাধন খুলে তারা মুক্ত হয়। এমধ্যে গুরুতর আহত মুন্নাকে প্রথমে যশোর পরে ঢাকায় নেয়ার পথে ১৩ আগস্ট গভীর রাতে মারা যায়। এ ব্যাপারে ১৭ আগস্ট নিহতের স্ত্রী রুমা খাতুন বাদী হয়ে অপরিচিত ব্যক্তিদের আসামি করে কোতয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা হত্যার সাথে জড়িত থাকায় নাইসকে আটক করে ৩০ ডিসেম্বর সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে তদন্তকারী কর্মকর্তা। গতকাল আসামির রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। #