1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

শীতের কাঁপনের মধ্যেই বৃষ্টির সম্ভাবনা

  • প্রকাশের সময় সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ৪২ বার সংবাদটি পাঠিত

কণ্ঠ ডেস্কঃসারাদেশে কমবে শীতের কাঁপন। বাড়তে পারে রাত ও দিনের তাপমাত্রা। অন্যদিকে, রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আগামী তিনদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ বিহার ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুঁলিয়ায়; ৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বোচ্চ রাঙামাটিতে, ৩০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় মঙ্গলবার সূর্যোদয় ভোর ৬ টা ৪২ মিনিটে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION