1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

যশোর মোমিনগর মার্কেটের সজীব এন্টারপ্রাইজে জমির জাল আরএস পর্চা তৈরির প্রমাণ পাওয়ায় মালিক-কর্মচারীকে জেল

  • প্রকাশের সময় সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ৩৭ বার সংবাদটি পাঠিত
যশোর অফিস: যশোর শহরের মোমিনগর মার্কেটের সজীব এন্টারপ্রাইজে জমির জাল আরএস পর্চা তৈরির প্রমাণ পাওয়ায় মালিক-কর্মচারীকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট কৃষ্ণ চন্দ্র এ অভিযানের নেতৃত্ব দেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলো যশোর সদরের বালিয়া ভেকুটিয়া গ্রামের মৃত শাহদৎ হোসেনের ছেলে দোকান মালিক সাজ্জাদুর রহমান ও কর্মচারী ফতেপুর গ্রামের বাসিন্দা মনিরুল ইসলাম। সাজাপ্রাপ্ত দুইজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
পেশকার শেখ জালাল উদ্দিন জানিয়েছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট কৃষ্ণ চন্দ্রের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মোমিন নগর মার্কেটের ফটোকপির দোকান সজীব এন্টারপ্রাইজে অভিযান চালান। এ সময় দোকনের একটি কম্পিউটার সার্চ করে জমির জাল আরএস পর্চা তৈরির কপি পাওয়া যায়। এছাড়া দোকান থেকে সরকারি দফতরের বিশেষ করে রাজস্ব কর্মকর্তা, সহকারী ভূমি কর্মকর্তা, রেকর্ড কিপার, বিভিন্ন পুলিশ কর্মকর্তার জাল সিল পাওয়া যায়। দোকান মালিক টাকার বিনিময়ে এই জাল পর্চা সরবরাহ করে লোকজনকে ঠকানো হচ্ছিলো। জমির জাল আরএস পর্চা তৈরির কাজে ব্যবহৃত কম্পিউটার ও বিভিন্ন দফতরের নকল সিল জব্দ করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত আটক দোকানি মালিক সাজ্জাদুর ও কর্মচারী মনিরুলের বিরুদ্ধে মামলা দিয়ে প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ২শ’ টাকা করে জরিমানার আদেশ দিয়েছে আদালত।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION