আসাদুর রহমান, শার্শা প্রতিনিধি: বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী র্কমচারী পরিষদের শার্শা উপজলো শাখার আয়োজনে ৫ দফা দাবী পূরণের লক্ষ্যে স্মারক লিপি প্রদান ও মানববন্ধন করেছে। সোমবার বেলা ১১ টার সময় র্শাশা উপজেলা চত্বরে এই কর্মসূচীর আয়োজন করা হয়।
উক্ত স্মারক লিপি ও মানববন্ধন কর্মসূচীতে বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ শার্শা উপজেলা শাখার সকল সদস্যবৃন্দ উপস্থিত হয়ে ৫ দফা দাবী আদায়ের নিমিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা শিক্ষা অফিসার বরাবর স্মারক লিপি তুলে দেন ও উপজেলা চত্বরে মানববন্ধন কর্মসূচী পালন করেন। এসময় দাবী আদায়ের লক্ষ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জেলা শাখার সহ-সভাপতি আলাউদ্দিন, শার্শা উপজেলা শাখার সভাপতি শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক আসাদুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপজেলা শাখার সভাপতি শহিদুল্লাহ ৫ দফা দাবীতে বলেন, তৃতীয় শ্রেণী কর্মচারীদের নূন্যতম গ্রেড ১১ তম প্রদান করতে হবে এবং শিক্ষার্থী সংখ্যা অনুপাতে তৃতীয় শ্রেণীর কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করতে হবে। পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা/অফিস সুপার করতে হবে এবং পেশাগত উন্নয়ন কম্পিউটার সহ অন্যান্য বিষয়ে উচ্চতর ট্রেনীং এর দ্রুত ব্যবস্থা নিতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রণীত চাকুরীবিধি -২০১২ দ্রুত বাস্তবায়ন ও প্রজ্ঞাপন অনুযায়ী ম্যানেজিং কমিটি/গভর্নিং বডিতে কর্মচারীদের একজন সদস্য রাখার ব্যবস্থা করতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে দ্রুত উচ্চতর পদে পদোন্নতির ব্যবস্থা করতে হবে এবং সকল এম,পি,ও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে।
উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার এ,কে,এম নুরুজ্জামান বলেন, তৃতীয় শ্রেণী কর্মচারীদের উত্থাপিত দাবিগুলির শতভাগ যুক্তিসংগত নয়। তবে কিছু দাবি আদায়ের ক্ষেত্রে ধৈর্যধারণ করতে হবে।