1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

যশোরে বিশে হত্যার রহস্য উদঘাটন মুল হোতা সাগর আটক 

  • প্রকাশের সময় শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৪৩ বার সংবাদটি পাঠিত
যশোর প্রতিনিধি:যশোর শহরের আরবপুর মোড়ে বালু ব্যবসায়ী বিশে হত্যার রহস্য উদঘাটন করে মুল হোতা আসামী সাগরকে শনিবার ভোরে গ্রেফতার সহ হত্যা কাজে ব্যবহৃত বার্মিজ চাকু উদ্ধার করেছে পুলিশ৷ শনিবার দুপুরে বিশে হত্যার রহস্য উদঘাটন করে মুল হোতা আসামী সাগরকে  সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার প্রেসব্রিফিং এ এসব তথ্য জানান৷ তিনি বলেন নিহত বিশের ভাই
শুভ হাওলাদার (৩০) থানায় হাজির হইয়া লিখিত ভাবে এজাহার দায়ের করেন যে, তার ভাই মৃত আমিনুর রহমান  বিশে (৪৫) ব্যবসা করে জীবিকা নির্বাহ করত। আসামী সাগর ও তার ভাই একই সাথে বালির ব্যবসা করত। সেই কারনে বাদীর ভাই আসামী সাগর এর কাছে কিছু টাকা পেতে। আসামী সাগর বাদীর ভাইয়ের বালির ব্যবসার পাওনা টাকা না দেওয়ায় শত্রুতা শুরু হয় এবং ভিকটিম আমিনুর রহমান  বিশে’কে খুন করার জন্য ষড়যন্ত্র করতে থাকে।
২১ ডিসেম্বার বাদীর ভাই বাড়ী থেকে গোসল করিয়া আরবপুর মোড়ে আসলামের হোটেলে ভাত খাওয়ার সময় আসামী সাগর, আকাশ, তরিকুল, ফেরদৌস, নাঈম, রুবেল সহ অজ্ঞাতনামা কয়েকজন আসামীদের সহযোগীতায় বাদীর ভাই আমিনুর রহমান বিশে’কে এলোপাতাড়ী ভাবে শরীরের বিভিন্ন স্থানে চাকু দ্বারা উপর্যুপরি আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজন তাকে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নিয়া আসে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন পৌনে চার টার দিকে মৃত্যুবরণ করে মর্মে এজাহার দায়ের করেন।
আজ শনিবার ভোর ৩টার দিকে যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়ানের চৌগাছিয়া গ্রাম থেকে আসামী সাগরকে আটক করে৷
গত ২৪ ডিসেম্বার তাদের প্রত্যেকে ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি লিপিবদ্ধ করেন। হত্যা কান্ডের মুলহোতা সাগর আজ আদালতে ১৬৪ ধারায় জবান বন্দী দিতে পারে৷ হত্যার সাথে জড়িত অন্যদের নাম উঠে আসলে তাদের আটক করা হবে৷

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION