যশোর অফিস : পূর্ব শত্রুতার জেল ধরে প্রকাশ্যে সুজন (৩০) নামে এক যুবককে গতিরোধ করে ছুরিকাঘাতের ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন,আহত যুবক সুজনের শ^শুর যশোর শহরের শংকরপুর নতুন বাস টার্মিনাল উত্তর পাশের্^র মৃত আক্কাস আলী সরদারের ছেলে। মামলায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২/৩জন উল্লেখ করেছেন। এরা হচ্ছে, যশোর শহরের নাজির শংকরপুর মাঠপাড়ার সলেমানের ছেলে আফজাল,একই এলাকার সোবহান মিয়ার ছেলে আব্দুল আওয়াল, অনিক,তানভীরসহ অজ্ঞাতনামা ২/৩জন।
আব্দুল আজিজ তার মামলায় বলেছেন, সুজন তার জামায় সে নাজির শংকরপুর এলাকার মৃত জিন্নাত আলী খোকনের ছেলে। আসামিদের সাথে সুজনের পূর্ব হতে দ্বন্দ্ব রয়েছে। সুজন মশার কয়েলের ব্যবসার করে। বুধবার ২৩ ডিসেম্বর বিকেলে সুজন নাজির শংকরপুর বিসমিল্লাহ হ্যাচারীর সন্নিকোটে বাবুর বাড়ির পূর্ব পাশের মাঠ পাড়ায় যাওয়ার গলির মধ্যে পৌছালে পূর্ব শত্রুতার জের ধরে আসামীরা আব্দুল আওয়ালের বুকে পেটে চাকু করে। এ সময় অন্যান্য আসামীরা সুজনের গতিরোধ করে এলোপাতাড়ীভাবে মারপিট পূর্বক গুরুতর আহত করে। সুজনের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামীরা সুজনকে হত্যার হুমকী দিয়ে চলে যায়। #