যশোর অফিস: যশোর বেনাপোল মহাসড়কের সদর উপজেলার ধোপাখোলা নিমতলা এলাকায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা কাঁচামাল ভর্তি মিনি ট্রাক দাঁড়িয়ে থাকা কার্ভাডভ্যানের পিছনে স্বজোরে ধাক্কা মেরে কাঁচামাল ব্যবসায়ী জসিম পাটুয়ারী (৩২) নিহতর ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ হাইওয়ে থানার এটিএসআই মোঃ রফিকুজ্জামান বাদি হয়ে কাঁচামাল ভর্তি মিনি ট্রাকের অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে মঙ্গলবার গভীর রাতে মামলা করে।
এটিএসআই মোঃ রফিকুজ্জামান মামলায় বলেছেন, মঙ্গলবার ২২ ডিসেম্বর বিকেলে যশোর ঝিকরগাছা উপজেলার নবীনগর এলাকায় অবস্থান কালে খবর পান যশোর সদর উপজেলার ধোপাখোলা নিমতলা নামকস্থানে গদখালী হতে কাঁচামাল ভর্তি করে মিনি ট্রাক ( যশোর ড-১১-১১৯৮) দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পিছনে স্বজোরে ধাক্কা মারে। মিনি ট্রাকের সামনে বসে থাকা চালকের পাশে কাঁচামাল ব্যবসায়ী যশোরের ঝিকরগাছা উপজেলার টাওরা গ্রামের দলিল উদ্দিন ওরফে দলু পাটুয়ারী ছেলে জসিম পাটুয়ারীর বাম পাশের মুখ ও মাথায় থেথলানো গুরুতর রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলে মারা যায়। মিনি ট্রাকের চালক দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে নাভারণ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্থ মিনি ট্রাক জব্দ করেন। মিনি ট্রাকের মধ্যে থাকা কাঁচামাল ব্যবসায়ী জসিম পাটুয়ারীর মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করে। জসিম পাটুয়ারীর মরদেহ বিনা ময়না তদন্তের তার পরিবারের লোকজন জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। মিনি ট্রাক নাভারণ হাইওয়ে থানা জব্দ করেন।#